এক দীপ্ত রাশি পুব দিগন্তে হাত বাড়ালো;
এক তৃপ্তি যেন জীবন ভরালো-
সূর্য যেন জ্বালালো ভোরের আলো
চাঁদ বিদায় পথে অগ্রসর হলো ।


ফুল ফুটলো গাছে, পাখি ছাড়লো বাসা
মেঘ কাটলো আকাশে, হল আলোর আনাগোনা,


ঝরনা বয়ে চললো আপন মনে-
জঙ্গল পেরিয়ে সাগর পানে;
নদীর স্রোতে উজান এল
মধ্যাহ্নে রবি শীর্ষে গেল।


পশ্চিমে এবার তার চোখ ঢলোঢলো !
নদীর জল স্নিগ্ধ , টলমল
পাখি ফেরার পথে, ফুল ঝরে পড়ে -
সন্ধ্যা নামে জগৎ জুড়ে ;


আকাশ ভরে তারা দিয়ে
চাঁদ উঠল জ্যোৎস্না দিয়ে সাজাতে!
চিনতে এ পৃথিবীকে নতুন করে


প্রত্যেক দিনের এই কর্মসূচীতে
ক্লান্তি কোথাও নেই কেন ?
নিজেদের জীবনে এই কিছু দুখে-
মন অবস্বাদ, বিষাদে রোগগ্রস্ত !