গরিব কাদের বলে বলোতো?
        উত্তরে হয়তো আঙুল উঠবে বস্তিগুলোর দিকে
কিংবা যারা বসে আছে মাথা করে নত-
      কেউ বলবে গরিব, সেই দু পা কাটা শরীরটাকে।


ওদের কাছে যে আত্মসম্মান ছিল
                  খিদের জ্বালায় হয়েছে তা ছাই।
রাত কাটাতে ওদের দেহগুলো
                এখন স্টেশন চত্বরে পেয়েছে ঠাঁই-


গরিব বোধহয় আরেকজন আছে
                     তাকে তখন খুঁজে পাওয়া যাবে,
স্থির কোনো স্বচ্ছ জলাশয়ের কাছে
               যখন উত্তরদাতা স্বয়ং এসে দাঁড়াবে !


" প্রয়াস" একটা ছোট্ট নদীর নাম
                 অনেকটা কষ্টের জলে পুষ্ট সে-
সবেমাত্র উৎস থেকে বেরিয়ে
            ইচ্ছে তার ওদের পাশে এসে দাঁড়াবে।


সবাইকে পাশে থাকার আমন্ত্রণ রইল,
             'প্রয়াস' পাশে পাওয়ার অপেক্ষায় থাকবে,
কঠিন- সে তো বাস্তব সত্য-
               'প্রয়াস' একদিন সেই পাথরকে ভাঙবে !


                         - পূর্ণিমা নাথ।