৫-৬ বছর পর হয়তো হঠাৎ তোর সাথে দেখা হবে,
    তুই হেঁটে যাবি তোর খুব চেনা মানুষের হাত ধরে-
আমার ঈর্ষান্বিত চোখ দুটো তোদের দিকে তাকাবে
              ত্রুটি খোঁজার চেষ্টা করবে মন, প্রাণভরে।


এমনটা নাও হতে পারে, হতে পারে তুই আগামীতে
                  আমার অফিসের সি-ই-ও হয়ে গেলি;
আমার জিভ তোর ডাকনাম কোনো মতে আটকাবে,
     জমে থাকা কথারা বেছে নেবে অন্য কোনো গলি!


আবার এমনটাও হতে পারে যে তুই
                 আর আমি একই রাস্তায়; বৃষ্টিতে ভেজা
চোখ নি:শব্দে পেরিয়ে অনেক চড়াই-উৎরাই,
    বৃষ্টিতে মেশাবে নোনাজল, শূণ্যে তাকিয়ে সোজা।


যা হবে তা হবে,কাল আজকে কেন করবে অনাড়ম্বর?
              সুতো কেটে এবার উড়ে যাওয়াই ভালো-
অপ্রাসঙ্গিক কথায় গল্পের বুক চেরা, বড্ড ক্ষতিকর;
স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের চেয়ে অধিকতর শ্রেয়।