এককী প্রহরী জাগে রাতে
ক্লান্তি নিদ্রা ভুলে সাথে,
প্রতিটি রাত জাগে আমাদের তরে
অবসান হয উষা কালে।


কেউ কি রাখে মনে
এমন এক উদারতার সনে?
সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত
ঘুরে তাকাবার সময হাতে অল্প।


উদার হাতে তুলেছে আলোর শিখা
মনে পড়ে মাদার টেরেজার কথা,
আলোর শিখা নিয়ে বেরোতেন পথে
অন্ধকার ঘুচত আলোর পরশে এসে।


যার জন্যেই চলেছি ভালোভাবে
নির্বাক হযে দাড়ায় পথের মাঝারেতে-
আমরা ঘুমাই নিদ্রায় আচ্ছন্ন হযে
জাগে তখনও আলোর দিশারি হাতে নিয়ে।