ভাসছে হাওযায় অসছে পূজো
       চারিদিকটা মধুমোহ,
কদিন পরে আসবে মা
       খুশির জোয়ারে প্লাবন আবার।


শিউলি ফুলে আসছে মুকুল
      পূজোর বার্ত নিয়ে,
কাশ ফুলেরা দেখনা চেয়ে
       মা আসছে ধেয়ে।


ঢাকের কাঠি নতুন করে
     বুনরে ঢাকিরা সব,
জোর দেখাল হাতের কাজে
     কুমোর টলির দল।


এমনি করে কাটছে যে দিন
     ভাবছি সকল ক্ষনে ,
পূজোর কথা শুনলে পরে
     তর সহে না মনে।