ধূসর গোধূলিলগ্নে নয়ন মেলি,
উন্মুক্ত প্রান্তে রঙের বন্য।
আকাশের ঘন রং প্রলেপ দেওয়া,
নতুন সাজে ঠিক যেন নববধূ।
প্রাসাদের চূড়া ছুঁয়েছে আকাশ,
বদ্ধ আকাশ চোখের অগোচর,
বেরোলাম পথ ভ্রমনে।
হাঁটতে হাঁটতে পাটে সূর্য ডুবুডুবু,
গঙ্গার কোল ঘেসে ডুব দিল খনিক নিদ্রায়।
গঙ্গার জল কত স্নিগ্ধ পবিত্র,
হৃদয় ছুঁয়েছে এই রঙিন ঠিকানায়।