নারীমূর্তি ধাবমান প্রয়োজনে,
প্রযোজ্য প্রয়োগে নিয়মিত...
পরখ করে চলেছে আমায়,
চেনা মুখ আজ অপরিচিত,
অপঘাতে অপমান আয়োজনে,
পরোক্ষ উপেক্ষায় আয়োজিত।।

আমি বড় উলঙ্গ গতকাল,
পাতালে নিম্নাঙ্গ অবহেলিত...
ঊর্ধাঙ্গে স্বর্গ অসহায় অয়োময়,
সময়ে কিংবা অসময়ে আন্দোলিত।।

নিঃস্ব রিক্ত আস্ফালনে আমি,
তোমার নেশার ঘোরে নিগৃহিত,
ভুলে যাই তুমি আজ অন্য কারো,
আমায় ফের আঁকড়ে ধরে ওকে ছাড়ো!
একবার দেখে যাও না তুমি... যদি পারো।।