গজল


বৃষ্টি বাদল কভু যাদের
হয় না প্রতিবন্ধক
দ্বীনের পথে চলছে সদা
ঈমানে’রই সিন্দক  ।
তাবলীগ.. তাবলীগ.. তাবলীগ  {২}


গাট্রি মাথায় পট্টি হাতে
চলছে মরু ময়
খোদার তরে জান মাল
করছে সবি ক্ষয়  ।
তাবলীগ.. তাবলীগ.. তাবলীগ  {২}


সাদা কালোর মিলন ঘটে
এক থালাতে খানা হাতে
নেই তো  কোন বেদ --


উচু নিচু গরীব ধনীর
রাজা প্রজা খোকা মুনির
নেই কো মতবেদ ।
তাবলীগ.. তাবলীগ.. তাবলীগ  {২}


কৃষ্ণাঙ্গ আর শৃতাঙ্গের
চলছে যখন লড়াই
তাবলীগে-তে এক প্লীটে
করছে আল্লাহ্‌র ভরায় ।
তাবলীগ.. তাবলীগ.. তাবলীগ  {২}



কালিমা’রই দাওয়াত ছাড়া
মুক্তি নাহি ভবে
এসো মোরা বিভেদ ভুলে
দাওয়াত দেয় সবে  ।
তাবলীগ.. তাবলীগ.. তাবলীগ  {২}



গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া ।
রচনা – ০১/০২/২০১৬ ইং