বড় নিষ্ঠুর সময় অতিক্রান্ত করছে
আমাদের এই পৃথিবী
চারিদিকে মানবতার নির্মম পরাজয়
সভ্যতা তুই আর কি দিবি ?
.
বিত্তের লোভ, কাম কাতর পুরুষাঙ্গে
পশুত্বে কিনেছি যৌনতা
মানুষের পরিচয়ে বোনের দেহ চিবায়
পৃথিবী জুড়ে দ্যাখ মৌনতা।
.
শ্রেষ্টত্বের তিলক আদৌ আমাদের গায়
জড়িয়ে থাকে স্বমহিমায়
মানুষের খোলস আদৌ খসে পড়েনি
বিপন্ন মানবতায় ।
.
সময় বড় দুঃসময়ের পিঠে চড়ে
আধাঁরের চিহ্ন একেঁ যায়
বয়োবৃদ্ধ সভ্যতার অন্তিম সময়ে
মানবতার মেরু ভেঙ্গে যায় ।  
.
রচনা- ০৪/০৪/২০১৯ ইং
গোকর্ন ঘাট- ব্রাহ্মণবাড়িয়া ।