.
মোঃ মাহফুজুর রহমান পুষ্প
.
সূর্যটা এখনো ঘুমিয়ে আছে
পড়শীরা ও তাল মিলিয়েছে সাথে
মোয়াজ্জিনের কন্ঠে ভেসে আসে
মৃত্যুর মিছিলে এসো প্রভাতে  !
.
আমি ও তৈরি দা, কাচি হাতে
আরো চাই খুনতি কোদাল সাথে
মৃত্যুর মিছিলে হেঁটেছি কত
সকাল দুপুর কিংবা গহীন রাতে !
.
জোহর, আছর,মাগরিব  কিংবা
এশা বাদ এসো, ঈদগাহ মাঠে
মৃত্যুর মিছিলে জুড়তেই  হবে
কালিমার শ্লোগানে এক সাথে ।  
.
খরাক্রান্ত রোদ্রোজ্জ্বল ভরা দুপুরে
শুনেছ কি কেউ, শুকনো পাতার
মড়মড় কান্নার অস্পষ্ট মাতম  
হয়ত তোমরা জীবিকার তাগিদে
কিংবা নিকট কারো বিয়োগে
কেঁদেছিলে শুকনো পাতার রকম ।
.
আমি ও কেঁদেছি, তোমরা ও কাঁদছ
আকাশটা ও কেঁদেছে  সেইদিন
চারিদিক জুড়েই কান্নার হামাগুড়ি
মৃত্যুর মিছিল তব থামেনি কোনদিন !
.
কত যে খাচ্ছে,  খেয়েই যাবে মাটি
মানুষের হাড় মাংস দেহ চোখ
যদি ও আমরা কেঁদেছি আরো কাঁদব
তব মৃত্যুর মিছিল ঝরাবেই দুঃখ ।  
.
রচনা - ২৪ শে জুন ২০১৮ ইং
গোকর্ণ ঘাট - ব্রাহ্মণবাড়িয়া .  
মেইল- pushpabd1983@gmail.com
( জিলু ভাইয়ের মৃত্যুশোকে লেখা )