-
আমিই অপরাধী
আমি ভয়হীন এক অগ্নি কুণ্ডলী
জ্বালিয়ে ছাই করি যত অবিচার
আমিই অপরাধী
আমি বাঁধ ভাঙ্গা সর্বগ্রাসী  জ্বলোচ্ছাস
আমি  জুলুম বিনাশে ফিরি বারবার ।
.
আমিই অপরাধী
আমি তরুণ বিনাশীর অরুণ
অন্ত জ্বালা যত মাদক কারবারীর
আমিই অপরাধী
কলমের খোঁচোয় তুলে আনি যত
ঘুষ, দূর্নীতির বর পুত্র কিংবা দরবারীর ।
.
আমিই অপরাধী
কখনো শান্ত,  অশান্ত কিংবা উন্মাদ
কখনো বা জালেম বিনাশে মহা ত্রাস
আমিই অপরাধী
মৃত্যুর ভয়াল হুংকারে নহে কাতর
আমি হায়েনার বন্দুক ঠেলে নরকে করি বাস ।
.
আমিই অপরাধী
নির্যাতিতের পাশে সহমর্মিতার হাত
নমরুদ, ফেরাউনের জাতে রয়েছে সংঘাত
আমিই অপরাধী
আমার তোমার সকলের অধিকার আদায়ে
আমিই সেই  বিপ্লবী ক্ষুদিরামের প্রতিবাদ ।
,
রচনা - ৩০-০৫--২০১৮ ইং
গোকর্ণ ঘাট -সদর- ব্রাহ্মণবাড়িয়া ।
মেইল- pushpabd1983@gmail.com