এক মুঠো ভাত  চাই
বড্ড ক্ষুধার্ত  এই পেট
ক'দিন পেড়িয়েছে ভাত জুটেনা
জঠর জ্বলে দাউ দাউ করে
কোথায় মিটে ষোল কোটি মানুষের  ভ্যাট ?
.
এক মুঠো ভাত  চাই
মোটা সোটা হলেই চলে
বড় বেশী চাহিদা নেই আমার
ভাসি পঁচাতে ও নেই অনিহা
আমি আছি বহুদিন সেই  ক্ষুধার্তের দলে,,,,,,,!!
.
এক মুঠো ভাত চাই
তোর কুকুরের বরাদ্দ থেকে
আমি আর সইতে পারছি না
জঠরের আগুন বাহির  জ্বালাবে
তাড়াতাড়ি দে নইতো যাবো বেঁকে !
.
এক মুঠো ভাত চাই
অন্য কোন দাবি নেই আমার
দশ টাকার চাল কিংবা দামি কাপড়
গাড়ি বাড়ি কিচ্ছু চাই না
ভাত দে নয়তো জঠর জ্বালায় জ্বালিয়ে দিব সব তোমার !!  
.
রচনা--১ লা মে -২০১৮ ইং
গোকর্ণ ঘাট- সদর- ব্রাহ্মণবাড়িয়া ।