-----বিদায় পৃথিবী ভাল থেক তুমি
পারলে স্বরণ রাখিও আমায়
যদি ও মনে রাখার মত আমায়
কিছুই দিতে পারিনি তোমায় ।
.
তিন'টে যুগ ধরে তোমার বুকে
কতই না করে গেছি অবিচার
তোমার বেঁচে  থাকার প্রাণ
প্রকৃতিকে জ্বালিয়েছি বহুবার !
.
নদী নালা খাল বিল ঝিল
বায়ু কিংবা মেঠো পথ
উজাড় করিয়া অবলীলায়
বাড়িয়েছি আমার  গতিপথ।।  
.
কত নিষ্টুর নির্দয়  ছিলুম
ফিরে যাওয়ার অন্তিম সময়ে
চেয়ে দেখি আজ দু-চোখ ভরে
আগামী হেঁটে যায় অসময়ে,,,,,,,।।
.
রচনা - ১৬--০২--২০১৯ ইং
গোকর্ন ঘাট- সদর- ব্রাহ্মণবাড়িয়া - বাংলাদেশ ।।