তোমার আমার অদ্ভুদ পরিচিতির সিঁড়ি বেয়ে....
আজ পৌঁছে গেলুম হৃদ ঐক্যে ।
.
বেসামাল চেতনা সদা জাগ্রত রাখে
আমার দু-চোখ ।
.
পরম ব্যস্ততায় কাতর আমার হাত দুটি ।
কেননা হাত দুটিই চোখ হয়ে ছুঁয়ে নেই তোমায় !
ঠোঁট হয়ে প্রসব করে অব্যক্ত কথা মালা ....
.
দূসর কালো মেঘের কোলে
রোদ হয়ে  বাউল কেশে নেচে উঠে
তোমার আমার  অদ্ভুদ প্রেম !
মাঝে সীমান্ত !
এ পাড় ও পাড়ে জুলন্ত
তোমার আমার বিশুদ্ধ ভালবাসা !
গোঁফ ওয়ালা বন্দুকধারীরাই
প্রতিটি  মুহূর্তে কেটে দেয় তোমার আমার প্রেম রশি !
.
আশ্চর্য !
পরিশ্রান্ত হাত যখন থমকে দাঁড়াই
চোখ মেলে দ্যাখি আদৌ চোখে চোখ
কিংবা যুগল হাতে  হাত
অথবা কানে কানে  কথা মালার  প্রসব ও  শ্রবণীয়   আলিঙ্গন
রয়ে গেল অধরায়.... !
তারপর ও দু-পাড়ের বিরল প্রেম হৃদপিন্ড পুড়িয়ে  .....
অজানা সুখের আস্ফালনে মন মাঝে বেজে উঠে
নবাগত স্বপ্নের সুর.....
তোমার কান অব্দি আদৌ পৌঁছেছে কী  ?
আমার ব্যাকুল চিত্তের  নির্বাক বাঁশরীর সুর   .........  ??  
.
রচনা- ২১ শে কার্তিক ১৪২৩ বাংলা
৫ই নভেম্বর ২০১৬ ইং- শনিবার ।
গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া- বাংলাদেশ ।