.
মাশত্ব  ভাইয়ের গল্প শুনে ও
কেন ? হয়নি তোর হুস ?
ওদের যাহা ইচ্ছে, করবে তাহা
বিপরীতে রবে তোর দোষ !
.
সমাজটা কি  তোর বাবার নাকি
গড়তে যাবে কেন তুই ?
ওরা যে সব মিলে একাকার
তুই কেন রহিবে  দুই ?
.
কুকুরের মত গো মূত্র আদৌ
যেখানে, চ্যাঁটা হয়নি তোর
পূর আকাশের রক্তিম লালে
কেন ? খুঁজিস নতুন ভোর ?
.
জুলুম যাদের রক্তে প্রবাহিত
বাঁধ , দেওয়ার কে তুই ?
বিবেকের পূজোয় লাথি মেরে দে
বিকশিত হয়ে যাবে তুই !!
.
রচনা - ২২ আশ্বিন ১৪২৩ বাংলা
৭ অক্টোবর ২০১৬ ইং – শুক্রবার ।
গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া  ।