.
ওরা যে সব পথেই মরে
জঠর জ্বালায় ছটফটে
ক্ষুদায় কাতর শীর্ণ দেহ
হাড় গুলো যায় দ্যাখা বটে !
.
ওদের ফেলে পথের মাঝে
কিংবা আশ্রম বট তটে
নিত্য মুখে মাংস পোলাও
তুলছো মানব কোন মুখে ?
.
আকাশ ছোঁয়া অট্রালিকায়
রঙ বে’রঙের বাতি যে
ধূলোর মত উড়ছে টাকা
পান্তা ভাতে ইলিশ যে !
.
রচনা- ৬ই আশ্বিন ১৪২৩ বাংলা
২১ শে সেপ্টেম্বর ২০১৬ ইং – বুধবার
.
গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া ।