শিক্ষা দিক্ষা নেই’কো আমার
নেইকো কাজের গতি
কেমন করে এই ধরাতে
ফোঁটায় আলোর জ্যাতি ?
.
ঘোর আঁধারে ঢাকছে ধরা
দেখছি অবাক চোখে
মগজ জুড়ে নেই’কো আলো
ভীষণ ব্যাথা বুকে ।
.
শিক্ষার আলো ফুটলো যাদের
চিত্ত মননে
ওরাই দ্যাখি মানুষ ঠকায়
অমানুষে বনে !!
.
রচনা- ২৬/৮/২০১৬ ইং
.
গোকর্ণ ঘাট- ব্রাহ্মনবাড়িয়া ।