তোমাকে ঘিরেই
আমার হৃদপিণ্ডে রচিত হয়েছিল ...
দু- অক্ষরের একটা শব্দ ।
প্রেম !
যে প্রেম স্রোতে ভাসমান ছিল
তোমার আমার অফুরন্ত সব স্বপ্ন ।
.
ঘুম – নির্ঘুম প্রতিটি মুহূর্তেই
দু-চোখ জুড়ে ছিল নবাগত স্বপ্নের আনাগোনা ।
.
দু-জনার স্বপ্ন তরী
কত না আনন্দেই ভাসছিল প্রেম দরিয়ায় .......
.
আচমকা , অজানা এক ঢেউ এসে
তোমাকে ভাসিয়ে নিল আমার থেকে !
সেই থেকে  স্বর্গীয় প্রেমালয়ে বাসা বাঁধে নরক ।
নরকের শিখায় .....
জ্বলে জ্বলে ভেসেই চলছে মন তরী  !
শুধু তোমার প্রতিক্ষায়.... ।
ঢেউ হয়ে আঁচড়ে পড় কিনা আমার গায় ...........।।
.
রচনা – ১১ আশ্বিন ১৪২৩ বাংলা
২৬ সেপ্টেম্বর ২০১৬ ইং
.
গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া ।