আকাশের বুক ছিঁড়ে
স্বচ্ছ জল ঝরছে
কেউ কাঁদেনি তখনো
কিন্তু ! বৃষ্টির  পাঁজর ভেঙ্গে
আসা,  জলের   কান্নায়
আমি ভিজে যায়  এখনো  ।
,
মানুষের কান্না সমাজের কান্না
শত কচি ধর্ষিতার রক্তাক্ত চিৎকার
কাঁপন ধরাতে পারেনি তোর গদিতে
তুই তো মানুষ নহে , তুই অবিচার।
,
রোদেলা সকাল কিংবা মেঘাচ্ছন্ন দুপুর
অথবা অমাবশ্যার ঘোর আধাঁর ও
কেন বাঁচাতে পারেনি বোনের সম্ভ্রম
লড়তেই  ফিরতে চাই  ৭১ রে আবারো।  
,
শোন!  পুড়িয়ে ফেল মুক্তির সনদ
কী হবে সনদে ? আদৌ কি থেমেছে
ধর্ষিতা মা বোনের সেই চিৎকার.
চেয়ে দ্যাখ চারিদিকে শকুন নেমেছে  ।
.


আবারো রাজপথে  ডানা মেলেছে
হ্যালমেট পরা সেই পুরোনো শকুন
ওরা ভিন দেশী নয় স্বদেশী হায়েনা
মারছে শিশু ভাঙছে হাড় দেখুন।
.


কোথায় মুক্ত , কিসের মুক্তি
মুক্তি কেবল রয়েছে হ্যালমেটে
পুলিশের আশ্রয়ে লালিত ওরা
অবিচার করছে মাঠে ঘাটে  ।
.
তুমি হয়ত জাগো নয়তো  মরো
তব চিৎকার  করিও না আর
সুশীল কুশীল মরেছে কবেই
পিঠ পেতে খেয়ে নিস  মার !
.
রচনা - ১৫ ই আগষ্ট ২০১৮ ইং
গোকর্ণ ঘাট - ব্রাহ্মণবাড়িয়া  ।
মেইলঃ  pushpabd1983@Gmail.com