পরিস্থিতি  ভীষণ খারাপ
কোথায় পাবে ভাত
কৃষক শ্রমিক দিন মজুরে
কাঁদছে বসে রাত !
.
বাড়ছে পানি ডুবছে জমি
মাথায় পড়ে হাত
কৃষাণীদের মলিন মুখে
হাসি কপোকাত ।
.
নাস্তিক বাদীর আম্মা ওয়ালী
দিবেই জুড়ে ভাষণ
দুর্যোগ যতই আসুক তবেই
করবো হাতে শাসন !
.
সুদ ঘুষেরই ধান্ধা ভবে
বাড়ছে যতই আজ
গরীব দুঃখি জঠর জ্বালায়
কাঁদছে সকাল সাঝ ।
.
খাচ্ছো তুমি কত কী যে
নিত্য নতুন খানা
অনাহারী ক্ষুধায়  মরে
দাওনি একটি দানা !
.
রচনা- ৩০শে এপ্রিল ২০১৭ ইং
গোকর্ণ  ঘাট- ব্রাহ্মণবাড়িয়া ।