জঠর জ্বালায় কাঁদছে দ্যাখ
ফুটপাতের ঐ বুড়ি
হাড় গুলো  তার  যায়..রে দেখা
বয়স নয়তো কুড়ি ।
.
শীর্ণ তাহার দেহ খানি
এলো মেলো তার চুল
মানুষ সেতো পথেই থাকে
জন্মই যেন ভুল ।
.
ছেঁড়া শাড়ি গায়ে তাহার
ধূলোয় মাখা তনু
বৃষ্টিরা যে গা ধুয়ে দেয়
আমরা কিসে মানু ?
.
রাত্র নিশী ঘুমোয় পথে
পায়নে ছেঁড়া কাঁথা
আমরা তো  সব অট্রালিকায়
শিমুল তুলোয় মাথা  ।
.
মানুষ হওয়ার ইচ্ছে ভীষণ
পায়-নে কোন পথ
ওদের ফেলে মানুষ হবার
নেইতো আমার মত ।
.
রচনা- ২রা সেপ্টেম্বর ২০১৭ ইং
শনিবার- ঈদুল আযহার দিন
গোকর্ণ ঘাট-ব্রাহ্মণবাড়িয়া ।