তোরা চলিস উল্টো পথে
আমি চলি সদাই সোজা,
তোদের কোন কাজকর্ম নেই
আমার মাথায় কাজের বোঝা।


তোরা অলস পড়ে থাকিস খোলস
রক্ত চুষিস সুখে,
স্বার্থের লাগি পড়ুয়া করিস না
ছুরি বসাতে বুকে।


আমি তোদের চেহারা দেখেছি
সব নোংরা আস্তানা জানি,
শত কাজের ভীড়েও নজর রাখি
তোদের ত্রানকর্তাদেরও চিনি।


গরীব ঘরের সুন্দরী মেয়ে দেখলে
জিভ ভিজে যায় জলে,
তোদের ঘরে মা বোনদের রাখিস
পর্দার অন্তরালে।


হারাম খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছিস
থাকিস আরাম আয়েসে,
ভুখা নাঙ্গা দেখলে তাড়িয়ে দিস
পাবার আশা নিয়ে যারা আসে।


তোরা গড়ছিস দালান অট্টালিকা
ভিতরে রঙ তামাশার মহল,
গরীবের ধন লুটেপুটে এনে
ফুর্তি করে বাড়াস মনোবল।


তোদের তরে আমার ঘৃণার অন্ত নেই
আমি বিক্ষুব্ধ হয়ে আছি,
সময় থাকতে ফিররে অধমরা
আয় সবাই সমান বাঁচি।
        *************