এক সমুদ্র ভালোবাসার পরও
ঠকে গিয়েছে যারা
তারাই জানে ঠকার কি জ্বালা।
জীবন নামের প্রেমের ঘরে
তাই তারা ঝুলিয়ে দেয় শেষে
মস্ত বড় তালা।।


ভালোবেসে সুখী হতে গিয়ে
বেঁচে থাকার ইচ্ছেই উড়ে গেছে।
জীবনে শুধু ক্ষতবিক্ষত হৃদয়ে এখন
অসহনীয় তীব্র যন্ত্রাণাই আছে।।


ভালোবাসা পেয়ে হারানো বড্ড ভয়ংকর
অভিনয় তার ছিলো আমার তো নয়।
এমন শত সহস্ত্র প্রশ্ন গুলো যেন ভিতরটাকে
কুরে কুরে ছারখার করে খায়।


প্রেম এমন এক ব্যাধি
যার কোনো ঔষধ মিলে না।
অথচ প্রতিমুহূর্তেই রোগীর সৃষ্টি হচ্ছে
কারণ! মানুষ যে সচেতনই হচ্ছে না।।


ক্ষনিকের প্রেমের নেশায় ডুবে বুঝেছি
নেশা কাকে বলে।।
আফিমও হয়তো এতো নেশা হয় না
যত নেশা প্রেমের ছোঁয়ায় মিলে।।