প্রকৃতিতে রূপের ঝিলিমিলি,
হিমেল হাওয়ায় দোলা কাশের বনে,
বিবাদ এবং বিভেদ ভুলে গিয়ে
প্রীতি জেগে ওঠে সবার মনে ।


প্রীতির ছোঁয়ায় কি জানি কী যাদু,
দিঘির ভেতর পদ্ম তোলে মাথা,
সুখ-শান্তি, নাওয়া-খাওয়া ভুলে
শতব্যস্ত দর্জি কাকা ।


নীল আকাশে পেঁজা তুলোর মেঘ,
সুসজ্জিত শরৎ-সম্ভার,
অমল এবং বলরামের সাথে
নতুন জামায় সুশান্ত কুমার ।


দশমী এলে চোখগুলো ছল্ ছল্
বড্ড করুণ বিসর্জনের ঢাক,
বিষণ্নতায় শোকের মিশেল হয়ে
ঐ শোনা যায় মানবতার ডাক ।


সে ডাক শুনে হাতেতে হাত রাখি,
মিথ্যে করি আশঙ্কা আর ভয়,
সহিষ্ণুতা-উদারতায় মিলে
হিংসার নয়, ধর্মের হোক জয় ।