জীবন- মৃত্যু
=====🍁🍁🍁=====
                                               ✍️ Puskar Pal
জীবন সেতো মৃত্যুর কাছে
          বন্ধক রাখা কিছুটা দিন,
চলার পথের পাথেয় দিয়ে
           শুধতে হবে সে ঋণ।


জন্মেছ যেই শুরু হলো
           তব অবিরাম পথ চলা,
পথের দু - পাশে ঘটনা কত
            কতো না কথা বলা।।


ছোট্ট শিশু ক্ষুধার জ্বালায়
            নালিশ জানিয়ে কাঁদে,
সেই ক্ষিধেটাই তাড়িয়ে বেড়ায়
            বাঁধে জীবন কে ফাঁদে।


আদর ভালোবাসা আনন্দ লুটে
           পার হয়ে যাবে শৈশব,
পরিবার আর পরিজন জুটে
           শাসনে সোহাগে কৈশোর।।


শিক্ষা ঘটাবে জ্ঞানের উন্মেষ
           মাতা পিতা দেবে শিষ্টতা,
চিনবে যখন তোমার তুমিকে
           কাটবে পথের যত বাঁধা।


হঠাৎ মনের রুদ্ধ দ্বারে
           নতুন অতিথি দেবে নাড়া,
যৌবন সেতো বড়ো মধুময়
           হৃদয়ে পাবে তার সারা।।


কত না বন্ধু কত আপনজন
            পেয়ে যাবে হাত বাড়ালে,
সুখের সময় রইবে ঘিরে
            দুঃখে মুখোশের আড়ালে।


মায়ার বাঁধনে সংসার গড়ে
            জীবন ভরাবে পূর্ণতায়,
কিছু হারিয়ে কিছুতো পাবে
           কিছু চাওয়া রবে শূন্যতায়।।


চোখের দৃষ্টি জানিয়ে দেবে
            সজাগ হয়ে পথ চলো,
দুঃখ সুখের গল্পের মাঝে
           অবসরের ক্ষণ বুঝি এলো।


পথের বাঁকে হারায়ে এসেছি
            কত না আপন জনে,
কত জানাশোনা কত বিচ্ছেদ
           আজ ভাবনা ক্লান্ত মনে।।


শ্লথ হয়ে আসে শিথিল শরীর
           একা একা পথ চলা,
জীবনের যত জটিল গণিত
            মিলিয়ে নেবার পালা।


দুয়ার আজি রেখেছি খুলে
            এলো বুঝি বিদায়ের দিন,
আসলে যত দিন আছি বেঁচে
            মরে গেছি ততগুলো দিন।।