আপন ভুবনের আপন মায়ায়,
সবাই আছে নিজ কিনারায়,
সময়ের পরিক্রমায় সবাই চলে যায়,
আজ আমি বড়ই অসহায়,
কেউই যে পাশে নাই,
জড়িয়েছিলাম মিছে মায়ায়,
অবশেষে আমি একা ভুবনের আঙিনায়।


যে ধরেছিল হাতটি ছারবে না কোনদিন,
ভুবন মাঝে সে বাঁচবে যতদিন,
কত শপথ কত ওয়দা আজ সবই বৃথা,
অবশেষে ভুবন মাঝে আমিই একা।


কত রাত করেছি পার গল্প আর কবিতা গান,
সাক্ষী রাতের মেঘ-আলো-আকাশ-তারা -চাঁদ,
ভোর কখন হল টের পায়নি কত কথা ছিল বলার,
কথার মাঝেই দুজন দুজনার এক আপন সংসার,
আজ সে হয়ে গেছে অন্যের দেহ-আত্মার খোরাক।


ভুলেও আর খোজে না সেই আমাকে,
কত- শত কল দিলেও রিসিভ হয়না তবে,
ঘুমের ভানে রাত কাটায় অন্যের মাঝে,
হয়তো আবার স্বপ্ন দেখে নতুন মুখ নিয়ে,
ভাগ্যের নির্মম পরিহাসে বেঁচে আছি ক্লান্ত দেহে,
তুমিহীন এ ভবে অবশেষে আমি একা জীবন মাঝে।