শিরোনাম - " সুকান্ত স্মরণ "
কলমে- পুস্কর পাল
-------------------------------------


এক যে ছিলো 'কলম' ধারী,
যার মুখে শোনা গিয়েছিলো 'ঘুমভাঙার গান'।
'খাদ্য সমস্যার সমাধান'  এ,
গেয়ে ছিলো সে 'কৃষকের গান'।
সে ছিলো তোমার এক 'আজব লড়াই'।  
যা দেখে 'আঠারো বছর বয়স' আজও করে বড়াই॥
'অলক্ষে' জেগে উঠেছিলো
সেই 'আগ্নেয়গিরি'  লাভা।
আসন্ন আঁধারে ও দেখা গিয়েছিল
তোমার 'কলম' এর সেই আভা॥
তোমারই 'উদ্যোগে' একদিন আমরা
গেয়েছিলাম 'চৈত্র দিনের গান'।
সেই 'ঐতিহাসিক' সময়,
যার রয়ে গেছে আজও অনেক মান॥
সেই 'কবে' 'চট্টগ্রাম' এ 'একুশে নভেম্বর১৯৪৬' এ,
পুঁতে ছিলে সেই 'চারাগাছ'।
'খবর' কি রাখো আলো অন্ধকারে,
'জনরব' এ কতো বড়ো হয়েছে আজ॥
'গোপন খবর' রাখো কি,
চারিদিকে শুধু চলছে জঙ্গল রাজ।
আঠারো বছর ভুলে গেছে 'আগামী'  দিনের স্বপ্ন,
'জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী'   'জাগবার দিন আজ' ॥
জানো তোমার মৃত্যুর পর,
আমরা আজও পড়ি তোমার চরমপত্র।
শুধু এই আশা নিয়ে কেটে যাবে 'অসহ্য দিন',
পাবে একদিন সমাজ, এসবের থেকে 'ছাড়পত্র' ॥