এই সমাজের মানুষ আমরা
সবাই যেন মস্ত বড় স্বার্থপর,
কেউ যেন নয় কারো আপন
সবাই সবার পর।


সবাই আমরা শিক্ষিত অনেক
মূল্যবোধ নেই যেন একটু,
কারো কষ্ট কেউ বোঝে না
সবাই নিজের স্বার্থেই মত্ত্ব।


নিজের স্বার্থের জন্য আমরা
অন্যকে দিতে পারি বলি,
স্বার্থ ফুরালে কেটে পড়তে
করি না একটুও দেরী।


অন্যের দোষ খুঁজতে আমরা
ব্যস্ত বেজায় সারাক্ষণ সারাদিন,
এ কাজ ছাড়া কাটে না সময়
কিভাবে যে কাটবে দিন!


তোষামোদ করতে মহাপটু
স্বার্থ সিদ্ধির জন্য,
স্বার্থে যদি আঘাত লাগে
হয়ে যেতে পারি বন্য।


তবুও আমরা মানুষ যে ভাই
স্রষ্টার সৃষ্টির  সেরা জীব,
আমরা শ্রেষ্ঠ আমরা মহান
আমরা তুলনাহীন।