এই খেলা খেলবো না যা
       শম্পা ঘোষ


           সত্যি একেই বলে কপাল...
      মাঠে নেমেই ছক্কা,ব্যাট না করেই !
   কর্মকর্তারা,পরামর্শদাতারা বলে উঠলো
   ওই হবে এবারের ম্যন অব দ্যা ম্যাচ
          সবই উপর ওয়ালার হাত
         সিদ্ধান্ত আগে থেকেই ঠিক...


         তোমরা ভাবছো ক্রিকেট!
   নাগো না...এই খেলা চলছে সর্বত্রই,
          কে কার সুনজরে পড়ে...


           তুমি তো কপাল চাঁদা
    কসরত তোমাকে করতেই হবে না
  পেয়ে যাবে তুমি তকমার পর তকমা...


             অন্যদিকে দেখো...
             হাতে খড়ির খড়ি
     শুধু ঘষেই যাচ্ছো ঘষেই যাচ্ছো...
          মাস্টারমশাইরা এখনো
      খাতা কলম ধরতেই দেয় নি...
        ওদের মতে তুমি এখনো
      সেই পর্যায়ে যেতেই পারোনি...


           এটা তোমার দুর্ভাগ্য...
         ওরা ঠিক করেই নিয়েছে
        তোমাকে উঠতে দেবে না
  কিন্তু ভাগ্য কি ওরা লিখে দিতে পারে?
     কে জানে...চারিদিকে যা কারচুপি
         আর ভর্তুকিতে ভরে গেছে
তার সঙ্গে মুখোশ ও তাঁবেদারে ছড়াছড়ি...


       তার চেয়ে শিশুর মন নিয়ে
             থাকাই ভালো
      সে খোলা চোখে বিশ্ব দেখে
         আর বলে,এমন খেলা!
             খেলবো না যা।


        ################
          @@@@@@@@
             %%%%%%%
               ৳৳৳৳৳৳৳৳
                 !!!!!!!
                    ঁঁঁ
                     *