আলো আসবেই
  শম্পা ঘোষ


কোথা থেকে কি হলো
      সব কিছু তোলা থাক
        আজ দুনিয়াতে হাহাকার
                  সবাই হয় হতবাক।


আতঙ্কের এই যুদ্ধ
      "করোনা"তে করে গ্রাস
               ভাইরাসে কেড়ে নেয়
                  বেড়ে চলে শুধু লাশ।


এ এক কালো ছায়া
      ছড়াচ্ছে দিকে দিকে
          মানুষের দেহে ঢুকে
              ছিড়ছে যে প্রাণ শিকে ।


ঘরে থাকো বন্দী
       এটাই যে সুরাহা
           মেনে চলো নিয়মে
                 ঈশ্বরের চাই দোয়া।


বোধ আর বুদ্ধিকে
       করো যদি মান্য
         সাবধানতাই হাতিয়ার
                   ভালো সবার জন্য।


ভেঙে কেউ পোড়ো না
       দম বাড়াও বিশ্বাসে
        জোরে জোরে নাও শ্বাস
                  ফুসফুসে নিঃশ্বাসে।


এর থেকে পরিত্রাণ
        আসবেই আসবে
             আঁধারটা মুছে গিয়ে
                 আলো হয়ে জাগবে।


ঘরে বসে ভেবে চলি
       সূর্য উঠবেই সকালে
           দুঃস্বপ্ন কেটে যাবে
                 ভালো থেকো সকলে।


            **************
                **********
                    ******
                        **


     শান্তি নেমে আসুক গোটা বিশ্বজুড়ে
ওগো জ্যোতির্ময় আলো দাও প্রতিটি ঘরে ঘরে।