আমার একটি সকাল
    শম্পা ঘোষ  


নিজের চোখে দেখবো সকাল
    ঘুম থেকে উঠে ভাবি
  পর্দাটাকে সরিয়ে দেখি
    এ যেন এক ছবি।


এক ফালি রোদ আসলো ছুটে
     পড়লো দেখি মুখে
ঠিক যেন এক শিশুর আদর
     জড়িয়ে ধরা সুখে।


  ম্যাপল গাছটি রঙে রঙে
   ভরিয়ে দিয়েছে পাতা
শিল্পীর চোখে দেখছি আমি
    মনের গল্প কথা।


হিমেল বাতাস এলোমেলো
    বইছে ধীরে ধীরে
বুনোহাঁসেরা এলো উড়ে
   বসলো ঘিরে ঘিরে।


গাল ফুলিয়ে লেকটি দেখো
    দিচ্ছে কেমন ঢেউ
অভিমান জমলো বুকে
দেখলো না আর কেউ।


ওক গাছটি দাঁড়িয়ে ভাবে
   আবার একটি বছর
পাতাগুলো পড়ছে খসে
বুকেতে দিচ্ছে মোচড়।

পাইন তখন বলে উঠে
  আমার কথা ভাবো
সব ঋতুতে সবুজ হয়ে
দাঁড়িয়ে আমি রবো।


কার্ডিনালেরা বসে আছে
ক্রাব অ্যাপেলের ডালে
হঠাৎ করে হলো উধাও
কোন অজানার ছলে।


দেখতে দেখতে কখন যেন
   হারিয়ে গেছি আমি
পাশের বাড়ির কুকুরের ডাকে
   চমকে গিয়ে থামি।


সতেজ গাছেরা দাঁড়িয়ে রবে
    রূপহীন সব ছাতা
প্রতীক্ষায় রইলাম আবার
  বেরোবে কবে পাতা।


    **********
       *******
         *****
            **
আমার backyardর দৃশ্য,fall colorর অপূর্ব সৌন্দর্য তাই autumnকে জানাই সুস্বাগতম।
এটাই এখানকার fall season।