বাঁচিতে চাওয়ার খেয়াল
       শম্পা ঘোষ


কমলিকা আজ ম্রিয়মাণ কেন
                হাসি নাই তার মুখে
ব্যথায় ব্যথায় আঘাতের স্তূপ
              জমে গেছে যত বুকে।


বহুদিন সে দেখেনি নিজেকে
        ধুলো পড়ে গেছে আয়নাতে
দেহখানি তার যেনো এক ছায়া
                ভেঙে পড়ে কান্নাতে।


কুয়াশা এসে স্মৃতির পাহাড়ে
                 ঢেকে দেয় তার মন
হারিয়ে ফেলে মান-অভিমান
                দেহের ছিন্ন আকর্ষণ।


কালো মেঘ উড়ে চারিদিক ঘিরে
            দেখিতে পায় না আকাশ
অন্ধকারে একা পথ হাঁটে
             গুমোট বেধেছে বাতাস।


সুখহীন এই জীবনের ঢেউ
                বারবার পড়ে আছড়ে
দরিয়ার বুকে ভেসে থাকা এক
                 কুটিকে ধরে আঁকড়ে।


নীরব হৃদয় বন্ধ দরজা
                 তুলেছে কঠিন দেয়াল
ছিঁড়িতে চাহিল মিথ্যা বাঁধন
             বাঁচিতে চাওয়ার খেয়াল।


ধূর্ত প্রহরী আঘাত করিয়া
                   খুলিতে চাহিল দ্বার
ক্ষিপ্র হইয়া করাঘাত করে
                     দরজায় বারবার।


শূন্য খাঁচায় বন্দী পাখি
                 ডানায় পায় না জোর
খোলা আকাশে উড়ার স্বপ্ন
                  দেখে যায় দিনভর।


       ***************
           ***********
              ********
                 *****
                    **