বাজবে বাঁশি
শম্পা ঘোষ

পরিস্থিতি আর জীবনে
  বেঁধেছে এক দ্বন্দ্ব
সময় আজ চলে দেখি
   সে যে বড় মন্দ।


অস্থিরতা বুকে নিয়ে
   যন্ত্রণায় কাতরতা
যেখানে হারিয়ে গেছে
  চেনা সেই মানবতা।


শ্বাস ফেলে জোরে জোরে
বেঁচে আছে দাবীতে
দিন কাটে কেনো আজ
    ভাবিতে ভাবিতে।


ছলছলে চোখে তাই
  কথা গেছে হারিয়ে
উপায়টা পায় না খুঁজে
   ভয় ধরে জড়িয়ে।


  মুক্তির স্বাদ কবে
আসবে গো ধরাতে
আলো আর ভালোবাসা
  গাঁথা হবে মালাতে।


  সেই দিন চাইবো
মুখে রেখো হাসিটা
   আনন্দে বাজিও
  মন খুলে বাঁশিটা।


   *********
      ******
         ***
           !