ব্যান্ড বাজায় বসে রাজা
      শম্পা ঘোষ


    ভাবনারা তোলপাড়
   বাঁশ কাটে কোন ঝাড়,
     অন্ধকার আধারে
    মন ঘোরে পাঁদারে,
   দেয় মেরে এক চোপ
   খোয়া যায় কার গোঁফ,
   হাতড়ানোর ব্যামোটা
    খুলে যায় ঘোমটা,
    এ তো নয় সুন্দরী
   পালায় যে তড়িঘড়ি,
   ধরা পড়ে গেলো তবে
   চোর চোর ওঠে রবে,
     মুখে ঢাকা গামছা
   ও যে মড়লের চামচা,
   তার কথায় এই হাল
পাড়ার লোকে তোলে ছাল,
     ও যে বড় অভাবী
দোষ নেই করে দাবী,
    কোথায় গেলো কর্তা
       নেই তার পাত্তা,
      এখন সে বুঝলো
      কে ওকে ঠুসলো?
       পর্দার আড়ালে
      কলকাঠি নাড়ালে,
    সেই তো আসল চোর
    রাত কেটে হয় ভোর,
    মাতব্বরের বড় গলা
  তাদেরই তো ভরে ঝোলা,
     আজ সমাজটা অন্ধ
       পচা,গলা গন্ধ,
    গরীবটা পায় সাজা
  ব্যান্ড বাজায় বসে রাজা।


      *********
          *****
             **
              !
      
"৬-৬-২১"