শত মুখে কত ছায়া
    বন্ধ ঘরে স্তব্ধ মায়া
      প্রভাতের সূর্য দেয়নি আলো
              দগ্ধ ব্যথা মনেই ছিলো।


করুণ চোখে মুছে ফেলা জল
    পৃথিবীর বুকে মাথা গোঁজার স্থল
            সমাজ তাদের জঞ্জাল ভেবে
                   ঠাঁই করে দেয় অন্ধকূপে।


অভাব থেকে সৃষ্টি স্বভাব
   বেছে নেয় তারা জীবিকার ধাপ
              নকল হাসি হেসেই চলে
                 জীবনটাকে বইবে বলে।


হাতছানি দেয় মিথ্যার লোভ
   পণ্য ভেবে বেচাকেনার ক্ষোভ
             স্বপ্ন দেখে হয় না সফল
               যন্ত্রণা পাওয়া হৃদয় ব্যাকুল।


শুকিয়ে যাওয়া ফুলের কুড়ি
      যৌবন থেকে হয় যে বুড়ি
        প্রলেপ লাগেনা মুখের উপর
               জীর্ণ শরীরে কাটায় প্রহর।


জমানো কান্নায় মুছলো গ্লানি
        স্মৃতির পাতা খুললো টানি
          মলিন শয্যায় পড়ে থাকে দেহ
               পড়ন্ত বেলায় আর নেই কেহ।


উধাও হওয়া চোখের জ্যোতি
        থেমে যাওয়া পায়ের গতি
          ক্ষীণ হতে হতে নিভলো শিখা
             মুছে গেলো সব আলোর রেখা।  


                                                                                                        
              *************
                  *********
                     ******