ভাবতে তো দোষ নেই
শম্পা ঘোষ
বিরহের বিরাগ সুর
বেজে ওঠে কানে
ভালোর মধ্যে মন কেনো
কষ্টকে টানে।
কষ্টকে পরিবেশন
করা বড় সহজ
মনেতে বেঁধে রাখে
দুঃখের কবজ।
চারিদিকে নেই নেই
শুধু কেঁদে চলে
ভালো আছি বলাটা
কবে গেছে ভুলে।
পৃথিবীটা সুন্দর
দেখে নাগো যারা
ভালো থাকার মন্ত্রটা
ভুলে গেছে তারা।
এত বেশি কান্না
এত বেশি দুখ
খুঁজেছো কি তোমরাও
কাকে বলে সুখ।
টাকা দিয়ে পাবে না
মনে করে বাস
শুভ শুভ চিন্তায়
জোরে নাও শ্বাস।
চোখ কান খোলা রেখে
বোঝো বোধ দিয়ে
ভালোবাসার ভাবনাতে
মনটাকে ছুঁয়ে।
গড়বে যে সুখ আছে
সুখ আছে ভাব
চোখে মুখে পড়ে তালা
ওই দুঃখের রাব(শব্দ)।
মানুষকে দেখে এবার
বলবে যে ভালো
এত দিন মনেতে কি
ছিলো নাকো আলো।
ফুলটার কাছে গিয়ে
গন্ধ যেই নেবে
এত রূপ এত রঙ
আছে এই ভবে।
জীবনটা একটাই
করো কেনো হেলা
ঘড়ির কাটা ঘুরবেই
কেটে যাবে বেলা।
***********
********
*****
**
*
স্বামী বিবেকানন্দ মানুষকে ইতিবাচক শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন।
আমি সেই ভাবধারায় অনুপ্রাণিত হই সদাই
তাই এই লেখাটি মহান স্বামীজীর শুভ জন্মদিন উপলক্ষে এইটুকু প্রয়াস।
মহান এই মনীষীর জন্মদিনে তাঁকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।
পাঠে মন ছুঁয়ে গেল। প্রিয় কবি দিদি।
কোন নিষেধ নেই,
ভেবে চিনতে কাজ করিলে
কে ঠেকায় রে ভাই।
মুগ্ধতা রেখে গেলাম।
অনবদ্য লেখা! মুগ্ধতা রেখে গেলাম!
মনীষীগণ যা বলে গেছেন তা জলের মতই সত্য কিন্তু জলের মতই অপচয়ে ব্রতী আমরা।
আমাদের দুর্ভাগ্য সমস্ত উপদেশে রঙ লাগিয়ে আমরা তোমরা নিয়েই মেতে আছি।
আন্তরিক শুভেচ্ছা রইল বোন। ভালো থেকো।
সুন্দর কবিতা ।শুভেচ্ছা অনেক প্রিয় কবি ।
শুভেচ্ছা।
প্রীতিময় শুভেচ্ছা ও গভীর ভালোবাসা!
ভালো থাকুন সবসময়!
প্রিয়কবি ভগিনীকে শুভেচ্ছা অশেষ , ভাল থেক অহরহ ।
অপূর্ব উপস্থাপনা।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
জীবন যাবে শুকিয়ে যাওয়া মন্দের ছলে।
শুভেচ্ছা অনন্ত।
পাতায় আমন্ত্রন,,,