বোঝা বড় দায়
           শম্পা ঘোষ


  হিসাব তোলে কান্ড মূলে
      ঘুণ ধরেছে আজ,
   এই না শুনে বড় মণির
   ভুরুতে পড়লো ভাজ।


             সার দিয়েছি,জল দিয়েছি
                  মাটির উপর মাটি,
               এত যত্ন করেও কেনো
                  পড়ছে চোখে ত্রুটি?


ঘোলা চোখে ছিলেন তিনি
   দেখতে পেতেন আবছা,
তার বাগানোও শুকিয়ে গেছে
     বললো ব্যাটা বাঞ্ছা।


                  এইভাবে বাগানটাকে
                   মরতে দিতে চান না,
                 তদারকি করছে এবার
                   ভাইপো হীরেপান্না।


রোগ শুধু নয় চোখের উপর
     মনেও আছে ঠাসা,
গলা হাঁকিয়ে চেঁচিয়ে মাত
   ঠিক যেনো এক হাঁসা।


          প্রেম-পেয়ারী,রাম তেওয়ারী
              আড়ালে বসে হাসেন,
           এত দোষের পরেও কিন্তু
             তাকেই ভালোবাসেন।


  পুরস্কার পান যে তিনি
    গলায় পড়েন মালা,
এসব দেখে তোদের কেনো
     হচ্ছে গায়ে জ্বালা?


             বহু গুণের অধিকারী সে
             সকলের আদরের মণি,
             এই গরবেই সরব হন
          আজ তোলেন উচ্চে ধ্বনি।


                    ******
                       ***
                  "৯-১০-২২"