বলো কেমনভাবে দেখবে
                      শম্পা ঘোষ


       সব দেখা কি যায় দেখা,
          যেটা তুমি ভাবছো দেখাওনি
       আর আমি তো ভাবছি
হয়তো...ওটাই তোমার আসল চাহনী।


  নির্লিপ্ত থাকলেই ভেবে নেয় যে,
      ও সবই বিলুপ্তির পথে
      সে ভাবনা কেবল তোমার
হয়তো... লুকানো আছে ছাইচাপা আগুনের সাথে।


     প্রভাতের সূর্য সবদিন হয় না উজ্জ্বল,
               এটা তোমার উঠোনে পড়েছে বলে
            কুড়ি মাইল দূরে আকাশ করছে ঝলমল
  হয়তো...মেঘেরা উড়ে গেছে বলে।


     কত আয়োজন চলে যে মনের,
             দেখাও বদলে যায় ক্ষণে ক্ষণে
         আজ আর কালের ঘটে পরিবর্তন
হয়তো... আস্ত দিনটা হারিয়ে গেছে তার বিবরণে।


   এক পা হাঁটলেই কি আর,
        দেখা যায় গো এই তামাম পৃথিবী
      সে তো তার গরিমায় গড়া
হয়তো...  মানুষ যে যার মত এঁকেই চলেছে ছবি।


আমি বলি পৃথিবীটা বড়ই সুন্দর,
সেজেছে নানা দেশে নানা রূপে
মানুষ করছে ছোটো,খন্ড খন্ড
হয়তো....তার মনে ভরে গেছে অন্ধকূপে।


    কার জন্য কে হবে ভালো,
              এ যে বলা বড়ই মুস্কিল
       ভালোলাগাটা হচ্ছে অদল-বদল
তাইতো...ছুড়েই চলেছে কেবল ঢিল।


       *****************
           *************
                 ********
                     ****
                       !!!
                        !