চেনা হয়েও হয় অচেনা
শম্পা ঘোষ
স্থায়িত্ব থেকে যাবে
মনের কিনারে
সম্পর্ক যাক না সরে
যতই সে দূরে
স্মৃতিভরা নয় শুধু
রঙিন এ্যালবাম
মোছা কি এতই সহজ
খামে রাখা নাম
জ্বল জ্বল সত্যরা
আজ কেনো থেমে
বহুকাল আগে যারা
ভেসেছিলো প্রেমে
দুটি মন দুটি দেহ
পাগলের দশা
ঘোর লাগা ভাবনারা
মাখে ভালোবাসা
অঙ্কুরের দানাটাকে
করেছিলো রোপণ
ভালোবাসা ছিলো কি
ছিলো তাতে মন
ছাদের নীচেতে ছিলো
দুটি মাথা গুঁজে
মন নেই প্রাণ নেই
মায়া মিছে মিছে
চাওয়াতে পাওয়াতে
ছিলো কত শত খাদ
হিসাবের গরমিল
আজ বসে বসে কাঁদ
উবে গেলো স্বপ্নরা
উবে গেলো সুখ
আজ কেনো ছাড়াছাড়ি
দেখে নাকো মুখ।
**********
*******
*****
***
*
এমনটা হওয়া মোটেই কাম্য নয়! তবে, ভালোবাসা যদি না হয় নিখাদ, সেক্ষেত্রে এমন পরিণতি অসম্ভব নয়। তবুও বলবো, এ জীবন সার্থক নয়! জীবন হোক কল্যাণের জন্য, জীবন হোক আগামী দিনের আনন্দের জন্য। স্মৃতি যেন সুন্দরের পক্ষে থাকে। অনন্য কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয় কবি, শুভ কামনা রইল।
কেন যে আসে ও
কেন যায় চলে
বুঝিনা অতশত
বিরহ ওকেই বলে!
শুভরাত্রি কবিবন্ধু
বিরহের ভাবনায় চমৎকার জীবনমুখী কাব্য। শুভেচ্ছা অফুরন্ত প্রিয় কবি।
এমন প্রেম আসে কেন জীবনে
সবকিছু লেখা যে ভাগ্যের লিখনে
চমৎকার অনুভবের ছোঁয়ায় অনবদ্য উপস্থাপন
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
ভালো থাকুন সবসময়।
অসাধারণ সুন্দর প্রকাশ। ভীষণ ভালো লাগল। শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই প্রিয় বরেণ্য কবি। ভাল থাকবেন সর্বদাই.....
ফেলে আসা স্মৃতির পাতায় হারিয়ে গেলে এমনই হয় কবি।
সুন্দর লিখেছেন প্রিয় কবি।
ভালো থাকবেন ।
অপূর্ব কবিতা পাঠে ছন্দে বর্ণে
ছিল কৌতুহল প্রতি চরণে ।
রক্তিম শুভেচ্ছা ।
দেহ দুটি এক মন, ভালোবাসা নেই তাতে এখন...।।
খুবই সুন্দর কবিতায় চিরন্তন মুগ্ধতা, শুভেচ্ছা নেবেন কবি।
সুন্দর ভাবনার প্রকাশ। শুভেচ্ছা
অনবদ্য
শুভেচ্ছা নেবেন কবি।
চমৎকার স্মৃতির বিভোর কবি দিদি
অনেক শুভেচ্ছা নিবেন----
চলার পথ বড়োই ভঙ্গুর কত যে তা আঁকাবাঁকা
কত জন খায় হোঁচট কত জন যে খায় ধোঁকা
কারোর মুখে দেখি হাসি কারো দুচোখে কান্না
শেষ বেলায় সব হারিয়ে চোখে পদ্মা মেঘনা যমুনা।
দারুণ সুন্দর কাব্য। ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন প্রিয় কবি নিরন্তর।
বিরহের কবিতা চেনা হয়েও অচেবা খুবই কষ্ট দায়ক,ধন্যবাদ।
চমৎকার।শুভেচ্ছা নেবেন কবি।
চমৎকার! শুভেচ্ছা অনেক প্রিয় কবি বন্ধু ।
সখী , নিচে আমার দাদা দারুণ কমেন্ট দিয়েছেন
এরপরে আমি শুধুই বোলব দা রু ণ!!
কেমন আছো?
আমি তেমন ভালো নেই গো।
অনেক ভালোবাসা দিলাম তোমাকে।
সদা কুশলে থেকো সখী।
অপূর্ব বিরহের কবিতা | মন ছুঁয়ে গেলো | অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি | ভালো থাকবেন |
শোন রে বুল তুই কী পাগল বাজাস শুধুই শিস
দ্যাখ না দিদি বলছে রে শোন; জীবন কাহন
বিষ।
বিষের জ্বালা বুঝবি ঠ্যালা গলেই তুইস জুদি
পাড় পাবি নে বলছে রে দি; দুখের পাবি
নদী।
আবার কেনে বাজাস ওরে বন্ধ রে কর আঁখ
কানের গোড়ায় করিস নে ভায় এমন হাঁক
পাক।
তোর হবে নি বুঝেই গেছি বাজায় নে রে শত
শোলার টুপি ক্যামন ভারী; জীবন কাহন
ব্রত।
আর রবে নি মধুর বচল বন্ধ হবেই বুলি
তোর দুঃখে নয়ন ঝরে; সাধের বুল-
বুলি।
অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি। হার্দিক শুভকামনা রইল।
খুব ভালো লিখেছেন। মুগ্ধতা জানিয়ে গেলাম।
শুভেচ্ছাসহ কামনা- অনেক ভালো থাকুন।
স্রোতের অনুকূলে না বাহিলে তরী
হয় না কোন দিন সুদূর পাড়ি ।
অনন্য কাব্য ।
প্রিয় কবি ভগিনীকে অশেষ শুভেচ্ছা, ভাল থেক সদা ।