চেতনার আভাস
শম্পা ঘোষ


   ধাক্কা খাওয়া ধিক্কারেরা বেদনা ভরা ব্যথা বুকে
    যন্ত্রণাটা আঁকড়ে ধরে প্রকাশ পায় যখন মুখে।
নিস্তার নেই মুক্তি পাবার জড়িয়ে যাওয়া অপরাধবোধ
   বন্দী রাখা শৃঙ্খলতা জেগে ওঠে ভীষণ ক্রোধ।
আঘাত পাওয়া রক্ত শিরায় উল্টে যাওয়া ঘৃণার সাথে
   সংঘর্ষের উন্মাদনায় প্রতিশোধের নেশায় মাতে।
    নিজের হাতে বন্ধ করে বিপদগামী গলির পথ
    অসহায় ঐ চেতনা জাগে এবার সে হবে সৎ।
ভুল করে যাওয়া হিংসাগুলো সংশোধনের খাতা খোলে
নিঃশ্বাস নেয় জীবনটা আজ স্বাধীনভাবে বাঁচবে বলে।


           *******************
                 *************
                    **********
                         *****
                            **
                             *