চিড়িয়াখানার ভিতরে ও বাইরে
শম্পা ঘোষ


একটা বাঁদর যখন
দাঁত খেঁচায়
সেটা তার স্বভাবসিদ্ধ...


বড় মানানসই
ও ওর মতো...


আর ওকে দেখে যখন
একটা মানুষ করতে যায়
হুবহু নকল...


ওর কপালে জোটে
ওই বাঁদরের হাতের থাপ্পড়...


বেচারা মানুষ
নকল করতে করতে
এতটাই অভ্যস্ত...


ভুল তো ওর ও নয়
কারণ বিবর্তনের পরেও
রয়ে গেছে পুরানো স্বভাব...


ওর আর কি দোষ বলুন তো?
  
   ************
      *********
         ******
            ***
              !!
              *