চিড়িয়াখানার ভিতরে ও বাইরে
শম্পা ঘোষ
একটা বাঁদর যখন
দাঁত খেঁচায়
সেটা তার স্বভাবসিদ্ধ...
বড় মানানসই
ও ওর মতো...
আর ওকে দেখে যখন
একটা মানুষ করতে যায়
হুবহু নকল...
ওর কপালে জোটে
ওই বাঁদরের হাতের থাপ্পড়...
বেচারা মানুষ
নকল করতে করতে
এতটাই অভ্যস্ত...
ভুল তো ওর ও নয়
কারণ বিবর্তনের পরেও
রয়ে গেছে পুরানো স্বভাব...
ওর আর কি দোষ বলুন তো?
************
*********
******
***
!!
*
এ রূপকতো রূপক নয়
বাস্তব কথা,
বাঁদর স্বভাবের মানুষগুলোর
বড্ড মনেতে ব্যথা।
খুব সুন্দর প্রকাশ কবি
রূপকের ব্যবহারে একটা সুন্দর সহজ সত্য অনন্যসুন্দরভাবে ধরা দিল।
মুগ্ধতা নিয়ে গেলাম এক আকাশ,শুভেচ্ছা কবিকে।
একদম সত্য মানুষ নকলে অভ্যস্ত!
"কয়লা ধুলে যায়না ময়লা,স্বভাব যায়না মলে।"
দারুণ লিখেছেন।সদা ভালো থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবিবর।
অপূর্ব সৃষ্টি ও উপস্থাপনা | অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি | ভালো থাকবেন |
কবি,রুপকে চিড়িয়াখানার ভিতরে ও বাইরে খুবই ভাল লিখেছেন পাঠেও ভাল লাগিল,ধন্যবাদ।
একদম ঠিক, সব দোষ দূষণের (বিবর্তনের)।
মনের সুখে ছিল, আর এখন ...!!
চমৎকার উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা রইল বোন, ভালো থেকো।
অসাধারণ
দারুন
কবিতা টি পড়ে হাসা যায় তবে এর অন্তস্থ অর্থে চোখে পড়লে চমকে উঠতে হয়
শুভেচ্ছা থাকলো অনেক কবি
অসাধারণ স্থাপত্য।
সাদামাটা কথায় জামদানি ভাবনা......
অনন্যা***
বা ভিন্ন স্বাদের কাব্য গাঁথা মালা উপহার দিলেন প্রিয় কবি
বেশ ভালো লাগলো
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সবসময়।
একেবারে শতসিদ্ধ । মানুষ নকল করতে করতে অমানুষে পরিণত হয়েছে তার স্বভাব ।
তাই স্বভাব বসত ভালর চেয়ে খারাপ কাজই করতে বেশী অভ্যস্ত ॥
সুন্দর প্রেক্ষাপট । আন্তরিক শুভেচ্ছা ও শুভাকামনা
রইলো প্রিয় কবি ।
ভালো থাকুন ॥
অনবদ্য অনুভব!
খুব সুন্দর লিখেছেন প্রিয় বরেণ্য কবি ।
শুভেচ্ছা শতত।
আসলে, জগতে এখন নকল মানুষেরই বাস।
আসলটা ওরা পাবী কোথায়? তাই বাঁদর কেন, তামাম বিশ্বকে
নকল করাই এখন এপ-ম্যানদের কাজ।
দা রু ণ!!
অনেক ভালোবাসা রইল সখী।
ভালো থেকো।
প্রমাণ করে ঠিক পথেই মানুষের উত্তরণ ঘটেছে। ভালো লাগলো পাঠ করে। ভালো থাকবেন প্রিয় কবি সব সময়।
খুব সুন্দর ভাবনা
শুভেচ্ছা সতত।
নর ও বানর,
বানর বা নর,
একই দুধের সর...।
বলিষ্ঠ রূপক।
শুভেচ্ছা অনন্ত।
খুবই সুন্দর একটি রুপক কবিতা উপহার দিলেন।
বেঙ্গালোর, বেনেকাট্টায় একটা বড়ো চিড়িয়াখানা আছে, সেখা বাঘ দেখতে গেলে জালিদার গাড়িতে ঘুরতে হয়, বাঘ ভাল্লুক খোলা ঘোরে , হয় তো তারা মনে ভাবে, মানুষ হল জন্তুু- হামেশা খাঁচায় থাকে ।
সুন্দর রূপক, মুগ্ধ ।
প্রিয়কবিভগীনীকে অশেষ প্রীতিময় শুভেচ্ছা , ভাল থেক সর্বদা ।
খুব সুন্দর। শুভেচ্ছা রইলো ।
চমৎকার রূপকে অনন্য সুন্দর কবিতা।।
এমন সুন্দর কবিতায় মুগ্ধ।।।।
শুভেচ্ছা জানাই প্রিয় বরেণ্য কবি। ভাল থাকবেন সর্বদাই.....
দারুন ভাবনার উপস্থাপন
খুব সুন্দর বললেন কবি। শুভেচ্ছা রইলো ।
ভারি সুন্দর কবিতা উপহার দিলেন কবিবর
প্রিয় কবি ভালো থাকুন। সুস্থ থাকুন।
শুভেচ্ছা অনন্ত।
ভারি সুন্দর কবিতা উপহার দিলেন কবিবর ।মুগ্ধ হলাম ।