ইকবাল ও শেফালীর সকাল
         শম্পা ঘোষ


       ইকবাল কচি ধানের গোড়া নিড়োতে নিড়োতে
             বলে উঠলো,জানিস শেফালী
      এবার ধান উঠলে তোকে কিনে দেবো
  ধনেখালির সেই চওড়া পাড়ের তাঁতের শাড়ি...


                  শেফালী হাতে কাস্তে ধরে,
      তার মুখের উপর পড়েছে
সকালের সোনালী আলো...


          এক তৃপ্তির আভা খেলে গেলো ওর
ঠোঁটে ও চোখে...এই আনন্দ দেখার জন্য ইকবাল
          একই কথা বলে যায়...আর ভাবে শেফালীর তো
কোনো চাহিদা নেই...না হলে সব জেনে ও কেনো
          নিজের ধর্ম ছেড়ে-
অন্য ধর্মের মানুষকে ভালোবেসে পালিয়ে এলো,
             এত বাধা তবুও ভয় পেলো না
         এই গরীব চাষীর হাত ধরতে...


     ভালোবাসা এমনই
  যার নেই কোনো পাড়
শুধু ভাসিয়ে নিয়ে যায়
কোনো এক সীমানায়
    যেখানে দুটি জীবন
একই ছন্দে হাসবে,খেলবে...


         ভাবতে ভাবতে-
     ইকবালের চোখও ছলছল করে উঠলো
             এক সুখের টানে
তার পরিশ্রমও সার্থক হয়ে ওঠে
        আনন্দের এই অভিযানে
    মাঝে মাঝে গর্ব করে বলে শেফালী আমার
   শুধু বৌ নয় গো...ও যে আমার পরান
                সে এত ভাগ্যবান
        হে ঈশ্বর এবার মান রেখো
        এ বছর যেনো না হয় বান।


        ***************
            ***********
                *******
                   ****
                     !!!
                      !