হারিয়ে খুঁজি তারে
শম্পা ঘোষ


কি গো আজ অস্বীকার করছো...
ভেবে দেখেছো কি...
তোমার কলমে গলে গলে পড়া...
প্রতিটি অক্ষরই তো আমার প্রতিচ্ছবি...
জান্তে,অজান্তে কখন যে...
ঢুকে গেছি তোমার মনে আমি...শুধু আমি...
তবে আজ তাকে কি ভাবে...
ভুলে গেলে কবি?


তোমার অন্ধকারে আমি...
তোমার নিভৃতে আমি...
অথবা আনমনে পথচলা...হয়তো... আলে বা সড়কে...


অনুভূতিরা আজ বড় শুষ্ক...
তোমার সেই সরস ভাবনারাও...মৃত প্রায়...
কল্পনারাও অন্ধ...তবে কি... অহংবোধ...
সেই কি মুখপাত্র...এই বিচ্ছেদের...


মাথার চুল ছিড়ে আর কি হবে...
সে যে ছিল তোমার আরাধনা...
কেন করলে অবজ্ঞা?


   **********
     ********
        *****
           ***
             ?