জীবন আর মনের এ কি বন্ধন
               শম্পা ঘোষ


      মন যে কয় মনের কথা
     মনই আবার পায় যে ব্যথা
      ও মন তুই কেনে এমন
    তোকে ছাড়া হয় না জীবন।


     মন রে তুই কাঁদিস কেনো
    এখন ওজন মাপিস ঘন ঘন
     তোর আবার যে কি হলো
   ভাবিস দুঃখটা তোর ক কিলো।


       দুঃখটাকে চাপনা বুকে
      ছড়াস কেনো মুখে মুখে
     হালকা হতে পারবি নারে
     দুঃখ আসবে বারে বারে।


   কি খুঁজে পাস বিলিয়ে তারে
   যে বসে আছে তোরই ঘাড়ে
    দুঃখটা যে তোরই আপন
   করনা রে তুই তারে মোচন।


   আয় বলে দিই কানে কানে
   সবাই যেনো নাইবা শোনে
   সুখ বলে এক আছে বিষয়
    ভুলে গেছিস তুই নিশ্চয়।


    তাকে যদি পাস রে খুঁজে
    আঁকড়ে ধর চোখটি বুজে
     দুঃখ তোর যাবে চলে
    কখন তোকে নাটি বলে।


  সুখ বোঝাতে হয় না বলা
  গোটা অঙ্গে থাকে তোলা
   চলন তার বুঝিয়ে দেবে
  ঝরবে হাসি সুখটি ভেবে।


আজ থেকে তাই কররে ব্রত
    দুঃখ ঘুচুক যত দ্রুত
   দুঃখ এলে ভয় পাস না
মনই তোর জীবন আয়না।


  দেখতে যদি পাস রে মন
    আগলে রাখ সর্বক্ষণ
   সুখ দুঃখ আসবে কত
  করিস নারে মাথা নত।


  জীবন এবার বড়ই খুশি
মনটি তাজা নয়কো বাসি
তাই তো জীবন এগিয়ে যায়
মনও তারে দেয় যে সায়।  


    ***********
       ********
          *****
             **
              *