কবিতার হয় না মৃত্যু  ( কবিগুরুর স্মরণে)
                        শম্পা ঘোষ


        কে যেনো অলক্ষ্যে করে যায় মোরে
            আমার প্রতিটি লেখার রিভিউ
          তাই মানস চক্ষু বলে দেয় ওরে
            নিক না ওরা আনন্দের ভিউ।


            চেনার মাঝে অচেনার আগমন
               ও যে পথ হারানো পথিক
          ভয় নেই তোমার,জ্বলছে ধ্রুবতারা
            এসো দেখাবো তোমায় দিক।


            রবির কিরণ আসমান জুড়ে
              দিনকে চিনে নেয় যেমন
          রাতের তারারা আকাশের বুকে
             ঠিক রাতকে চেনাই তেমন।


          আলোর আলোকে চিনতে গেলে
             কঠোর তপস্যায় বাঁধো বুক
              জঙ্গলে নয় মনের মননে
            দেখো একবার তোমার মুখ।


         আড়ালে রেখো না কাব্য আঁধারে
                খেলো না কঠিন ছল
            পাবে না শান্তি পাবে না সুখ
              শুধু পড়বে চোখের জল।


         মুছে ফেলো জল ভুলে যাও ছল
               বলি ওগো সুধীজন
            কলম যখন হয়েছে বন্ধু
             শুদ্ধ করো এবার মন।


         প্রাণখুলে ওগো বলনা জোরে
            ও যে সত্য বড়ই সত্য
         আলোর কখনো হবে না মৃত্যু
              ও যে সদাই জীবন্ত।    


          কদর করো মন খুলে বলো
                ওই তো সঞ্জীবনী
        ওরই কৃপাতে পারি যে বাঁচিতে
         ও যে বন্ধু ও যে কিরণমণি।


              ***********
                  *******


          *২২শে শ্রাবণ ১৪২৭*
            কবিগুরুর স্মরণে
    লহ প্রণাম রেখে গেলাম চরণে।


  বিশ্বকবি,প্রাণের কবি,আমার কবি
            ও যে ঠাকুর রবি
      আজ তোমার প্রয়াণ দিবসে
         আমার মন আঁকছে ছবি
          সাদা কাগজ আর তুলি
          রেখে গেলাম শ্রদ্ধাঞ্জলি
            একটি শূন্য পাতা
        ভরে গেলো আজ খাতা
          তোমায় দিলাম অর্ঘ্য
           কবিতাতে শ্রদ্ধার্ঘ্য।


             ********
                *****
                   !!