মা আসছে বাপের ঘরে
শম্পা ঘোষ
টুপ টুপ করে পড়ছে ফোঁটা
পর্ণ থেকে গোটা গোটা
আকাশ আজ নীলে নীলে
শুভ্র সাদা মেঘের কোলে
শরৎ এবার আসছে দেখো
চোখের তারায় ছবি আঁকো
ঢেউ লেগেছে কাশের বনে
আগমনীর সুর গানে গানে
মেতেছে মন নতুন নেশায়
ভালোলাগার অরূপ আশায়
ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে
সাজবো এবার নতুন সাজে
মাতো মাতো সবাই মাতো
অশুভ সব হোক না গত
শিউলি ফুল পড়ছে ঝরে
মা আসবে এবার ঘরে
আলতা রাঙা পায়ের ধুলো
বরণডালা মাথায় কুলো।
**************
**********
*******
****
আসছে দেবী এই ধরায়
ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজুক
আনন্দতে সবাই মাতুক.........
খুব সুন্দর।
শারদীয় শুভেচ্ছা।
সাজিয়ে দিলাম শুভেচ্ছা ডালি!! অনন্ত সুখের শুভকামনা রেখে যাই!!
মা আসার আনন্দ ছন্দ।
শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি ।
এটা যেন পরম পাওয়া।
উৎসবে সবাই মাতে
মনটা ভরে মুগ্ধতাতে।
শিউলি ফুলের মিষ্টি বাসে
আসেবে দেবী দূর্গা বেশে।
দিদিভাইয়ের কাব্য সুধা
মেটায় মনের তৃষ্ণা ক্ষুধা।
দিদিভাইয়ের লেখায় সত্যিই
প্রকৃতির মমতার ছোঁয়া পাই।
অনেক শুভকামনা প্রিয় দিদিভাইয়ের জন্য।
ভাল এবং সুস্থ থাকবেন দিদিভাই।
কানের ভেতর দিয়ে মরমে পশিল ।
ভালো থেকো ।
প্রথম দুইলাইন আমাকে মনে করিয়ে দিলো। আরো লিখুন কবি আরো পড়তে চাই। শ্রদ্ধা
কাশের বনে মনের হাসা
শিউলি ফোটা রাতটা দেখো
শরৎ আবেশে মাকে ডেকো।
সুন্দর উপস্থাপনা কবিবন্ধু
মন ছুঁয়ে গেলো
শিউলির সফেদ ঘ্রাণে
আনন্দ লাগলো প্রাণে
---
বিশ্বাসমতে উৎসবমুখরতার সাথে সাথে পবিত্রতার প্রতীক হয়ে এক অন্যরকন খুশির আমেজ নিয়ে এই আগমন -
তারই কাব্যিক প্রয়াস পেলাম কবির লেখনীতে --
আনন্দে মুখরিত হোক কবির গৃহ ---
চারিদিকে সাজ সাজ রব।
ক্রমেই ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ।
এমনই একটা বার্তা বয়ে নিয়ে এসেছে প্রিয় কবির
ছন্দময়, মুগ্ধ করা দারুন ঝলমলে, মন কাড়া কাব্য গাথা।
খুব ভাল লাগল, শুভ কামনা রইল।
দেবী অনেক বার আসেন কিন্তু এমন প্রাকৃতিক পরিবেশে একবারই, সে কারনেই মানুষ আত্মহারা হয়ে ওঠে।
খুব সুন্দর উপস্থাপনা। আন্তরিক শুভেচ্ছা রইল, উৎসবে আনন্দে থাকুন সদাই।
শরতে জাগে নতুন প্রাণ
সাথে আগমনীর গান
বিশাখাকে রাধার প্রেম দান.........
শরতকে দেখলাম তোমার মধুর কবিতায় বিশাখা-সখি!!!!
অনেক ভালোবাসা পাঠালাম কবিতার পাতার মধ্যে।
গায়ে মেখে নিও কিন্তু রাধা রাধা বলে-----------
ভালো থেকো।