মন কখনো হয় না চুপ
    শম্পা ঘোষ


       এ মন এক হয়েছে বটে
          আম্রপল্লব শব্দ ঘটে
       কচি ডাবের ভাবনার জল
   সাজানো নৈবেদ্য উপলব্ধির ফল।


       ঘন্টা নাড়িয়ে আরতি করে
        চামর দুলিয়ে মন্ত্র পড়ে
        শান্তির জলে নিঃস্ব ঘটি
      কপালে লেপন তিলক মাটি।


          নামাবলীর অভিজ্ঞতায়
         ছন্দ চয়ন পাতায় পাতায়
         মাথার টিকি ভাবের ঘরে
          উচ্চ বর্ণের নামটি ধরে।


           ব্রক্ষ্মজ্ঞানের ভান্ডারেতে
           নদী বহে কোন ধারাতে
            ভগীরথের সিদ্ধ কথা
            কাব্য গড়ে উদারতা।


             দলে দলে পূণ্যস্নান  
         কোন মোহেতে বাড়ছে টান
        চোখ খুললে দেখলো কি আর
          দ্বীপের মাঝে শূন্য পাহাড়।


           পাথর এখন কথা বলে
           জাগ্রত হয় নানান ছলে
            একার মাঝে বহুরূপ
        ওরে,মন কখনো হয় না চুপ।


                *********
                    *****
                       **
                        !


           "১০-১০-২১"