ও টিয়া আয় না ফিরে
         শম্পা ঘোষ


ওরে টিয়া বল না আমায়
এখন কি তুই পারিস কিরে
উড়ে গিয়ে বসতে গাছে
নিজের মত আপন করে
ল্যাজ ছড়িয়ে
খেতিস যে তুই বেছে বেছে।


শিসটা দিয়ে ভরিয়ে দিতিস
ভাবতিস নে তুই
আগে পিছে
চারিদিকে শূন্য যে আজ
লাগে যে সব
মিছে মিছে।


শিসের কদর
বুঝবে কে আর
সবাই এখন ব্যস্ত বড়
গাছ গাছালি,পাখ পাখালি
ওরাও ভয়ে
জড়সড়।


ডাসা ডাসা পেয়ারাগুলো
ঝুলতো যখন
গাছের ডালে
তুই ও কেমন চিবিয়ে খেতিস
আপন মনে
দুলে দুলে।


লঙ্কাগুলো পাকছে গাছে
যতই তারা
হোক না লাল
তোর গোমর ঠোঁটে
কামড় খেতে
বসে আছে কত কাল।


দিনগুলি সব
হারিয়ে গেলো
গাছেরা সব
যাচ্ছে মারা
তুইও এখন কোথায় গেলি
তোর যে আর
নেইকো সারা।


পরিবেশটা রুক্ষ আজি
উঠছে কেবল
বাড়ির সারি
গাছকে করে অবহেলা
রাস্তা দিয়ে
ছুটছে গাড়ি।


সবুজ প্রাণের নেইকো জমি
কাটছে ওরা
দুহাত দিয়ে
শ্বাস নিবি সব
কেমন করে
গাছেদের প্রাণটি খুয়ে।


হ্যাঁরে টিয়া বল না আমায়
কোথায় গেলে
পাবো তোরে
আমার বাগান
গাছে ভরা
আয় না ওরে আয় না ফিরে।


************
   **********
      *******
         ****
           **