ওগো মা চেয়ে দেখো না
শম্পা ঘোষ
শিউলি যে বলে গেলো
মা এবার আসছে
মাথার উপর নীল আকাশ
সাদা মেঘে ভাসছে।
চারিদিকে আনন্দে
মেতে ওঠে পরিবার
পুজোর বাজারটা
হয় যেন জোরদার।
ছোটো বড় সকলে
করে দেখো উল্লাস
মা থাকেন ঐ দূরে
নাম তার কৈলাস।
স্বামী তার ভাঙ খেয়ে
পড়ে থাকে শ্মশানে
মা বড় আদরের
বসাও গো আসনে।
শরতের আবহাওয়ায়
ঘোর লাগে মনেতে
মন কেন চলে যায়
কাশ ফুলের বনেতে।
পাড়ায় পাড়ায় দেখো
প্যান্ডেল বাঁধছে
কত মানুষ না খেয়ে
রাস্তায় কাঁদছে।
মা তুমি দেখো না
ওদের কি কান্না
ঘরেতে খাবার নেই
হয় নাকো রান্না।
সবাই তো তোমার ছেলে
কেন ওরা ভুগবে
ঝলমলে প্যান্ডেলে
তুমি বসে থাকবে।
************
*********
******
***
*
সত্যিই তাই।অসামান্য লিখেছেন কবি।
মুগ্ধতা, শুভেচ্ছা এক শরতের।
সাধারণভাবে অসাধারণ প্রশ্ন। শুভেচ্ছা অনন্ত।
খুব সুন্দর মানবিক আবেদন সুন্দর কবিতায়।
শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা প্রিয় কবিকে।
মা যে নয় দেশের রাণী
গণতন্ত্রে নেই হয়রানি ।
মা যে শুধু তোমার আমার
অসুর কুলের পুজোর বাহার ।
মাকে নিয়ে লোফালুফি
খুললে চোখ, ডুববে ভবি ।
দেখুক চেয়ে মা । অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানালাম । ভালো থেকো ।
ধনতান্ত্রিক কাঠামোয় থাকবে
হ্যাভ আর হ্যাভনট
কেউ খাবে দু'বেলা পেট ভরে
কারোর দুমুঠো জোগাতে সংকট।
মা আসবেন দেখবেন
হবে না কোন সমস্যার সমাধান
যেমন চলছে চলতেই থাকবে
খুঁজে পাবো না এর কোন নিধান ।
দারুণ সুন্দর কবিতায় মুগ্ধ। ভালো থাকবেন প্রিয় কবি নিরন্তর।
মন ছুঁয়ে গেল।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
"শিউলী ছড়ানো পথে শরতের আঙ্গিনাতে ,
মা আসবেন মর্ত্যে সন্তান সন্ততি সাথে ।
মর্তবাসী সবে আনন্দেতে মাতে ,
পুজো পুজো গন্ধ ভাসে শরতের এই পরাতে । "
অনন্য সুন্দর উপস্থাপনা ॥ প্রিয় কবিকে শরতের শিউলী ঝরা প্রভাতের শুভেচ্ছা জানাই ॥
ভালো থাকুন ।
মন ছুয়ে গেল। অসাধারণ ।অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
প্রিয় কবি,ওগো মা চেয়ে দেখ না ধর্মীয় কাব্য পড়ে, মন ছুঁয়ে গেল,সতত ভাল লাগা সাথে মুগ্ধতা রেখে গেলাম,
তাই দুর্গা মাইকি; তাল বলি না আর
আসতে যেতে তার ঐ মায়ায়
নাইকো দরবার।
সুদ্নর মানবতাবাদী লেখা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
মা, সবার জন্য পাগল
স্বামী তাঁর সদাশিব সরল ,
মা চান, ধনী-দুঃখী-দরিদ্র
বেঁচে থাক সমাজ মাঝে ভদ্র ।
অনন্য কাব্য ।
প্রিয়ভগিনীকে অশেষ শুভকামনা জানাই ।
দারুণ বাস্তব ভাবনার আগমনী ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
ভাবনায় কি স্ব-বিরোধিতা আছে?(অবশ্য আমার বোঝায় ভুল হতেই পারে)
ভাল থাকুন খুব
মা থাকে কৈলাসে
বাপ থাকে শ্মশানে
ভাঙ খেয়ে ভাবে ছেলে
হয় সেটি কেমনে।
বাপের বন্ধ কারখানা
তাই হয়েছে শ্মশানবাসী।
মা ভেবেছে এরই ফাঁকে
বাপের বাড়ী ঘুরে আসি।
ছ'বছর জোটেনি নতুন শাড়ী
এ কী কাল এল !
ভজা গজাকে লোকে করল রাজা
রাজা দেশ বেচে দিল।
হাস্যরস থাক। সত্যিই খুব ভালো লাগল। আন্তরিক শ্রদ্ধা জানাই।
কেন জানি না মা এসব দেখতে পায়না
অনাদরে ভোগে ওরা কিছুই ওরা চায়না।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা----
ভালো থাকুন সবসময় প্রিয় কবি।
শুভ রাত্রি।
সুন্দর উপস্থাপনা। বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন ,কবিদিদি।
একদম ঠিক , মাগো চেয়ে দেখ।
সব্বাই যদি তোর সন্তান, তবে কেন সমান নয় সকলের অবস্থান।
সুন্দর ভাবনার কাব্য।
অনেক অনেক শুভেচ্ছা রইল বোন, ভালো থেকো।
আগমনীর আশির্বাদ সকলের উপর বর্ষিত হোক,
সবে মিলেমিশে করি শারদীয় উৎসব উপভোগ।
শেষ দুটি স্তবক মন ছুঁয়ে গেল।সদা ভালো থাকুন।শুভেচ্ছা রইল চিরন্তন প্রিয় কবিবর।
আগমনীর গানে মা কে মিনতি......
গরীবের প্রতি সহানুভূতি......
অরুন্ধতী***
শিউলি যে বলে গেল সবাইকে হাসতে
সকলকে বুকে নিয়ে এক সাথে হাসতে।
ভীষণ ভীষণ ভালো লাগল সখী 👍👍
❤💜💙💛 আর 🌼🌼🌼🌼 দিয়ে গেলাম।
খুব ভালো থেক তুমি। আনন্দময় হোক মহা পুজো।
অপূর্ব কাব্য | খুব ভালো লাগলো, প্রিয় কবি | ভালো থাকুন |
মানবতাবোধের অনন্য ছায়া ছড়াকে মহিমাম্বিত করেছে।
কবিকে জানাই শিউলী শুভেচ্ছা।