কি হাল দেখুন
শম্পা ঘোষ
ছুটির জন্য করে আবেদন
বিরক্ত হলো এবার যে মন
"খুশি" চাইলো ভ্যাকেশন
"হাসিরও" আছে অকেশন,
"আনন্দ" নিচ্ছে সিক লিভ
"সুখ" বলছে ফরগিভ
"দুখ" বললো বিষয়গুলো সেনসেটিভ
"শান্তি" বললো কেনো ভাবো নেগেটিভ,
মন বললো থাম থাম
অজুহাতের অনেক নাম
ছিড়ে ফেললাম তোদের খাম
ওদিকে দেখি
কবিতার আসরেও ট্রাফিক জ্যাম,
এখন আমি বড় ব্যস্ত
কবিতা দেবো গোটা আস্ত
দেখবে আমার পাঠক দোস্তো
মন্তব্য হবে ন্যস্ত,
সকলকে করি অনুরোদ
তোদের কি নেই কোনো বোধ
মনের এবার বাড়লো ক্রোধ
সেও নিজেই করলো অবরোধ।
**************
********
****
"৪-৬-২৩"
শুভেচ্ছা জানবেন ,প্রিয় কবি।
কি ঘটে যায়, আহা!
কিছু কিছু হায়
বুঝেও বুঝিনা তাহা।
অনেক কিছুই ঘটে মগজেই
অন্তিমে অবরোধ সেই মগজেই।
অনবদ্য! অপারেশন সাকশেসফুল।
প্রিয় কবিবোনকে জানাই শুভেচ্ছা নিরন্তর।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল!
কবির ভাবনা চিত্রে প্রকাশ।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
বেশ শব্দ চয়ণ ও উপমার ব্যবহার!
অন্তরষ্পর্শী সুধা-সুর!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
তবে কবুতার আসরেও ট্রাফিক জ্যাম আর
আনন্দ নিচ্ছে সিক লিভ--- দুর্দান্ত।
লিখে চলো রম্য রসিকতা হোক আর প্রেম বিরহ হোক।
খুব খুব ভালো থেকো প্রি সখী বিশাখা।
অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দিলাম তোমায় স্নিগ্ধ অন্তর আর সুললিত প্রাণ।
শুভ যামিনী আমার।
দারুন বুননশৈলী ছুঁয়ে গেল হৃদয়-মন।
খুব, খুবই ভালো লাগল
প্রিয় কবি।
অনেক-অনেক শুভ কামনা রইল।
শুভরাত্রি , শুভকামনা, অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।
প্রয়াস।রম্য হিসাবে দারুণ উপলব্ধ।দারুণ লিখেছেন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবি।